পরিস্হিতি২৪ডটকম : যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যগুলোতে সাম্প্রতিক সময়ে শুরু হওয়া ভয়াবহ দাবানলে ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ৫ লাখেরও বেশি বাসিন্দা। অনেকের বাড়িঘর আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
ওরেগন রাজ্যে কয়েক ডজন মানুষের খোঁজ মিলছে না। স্থানীয় জরুরি বিভাগের এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, আগামী দিনে আরও বহু মানুষের মৃত্যু হতে পারে। এ নিয়ে রাজ্যকে প্রস্তুতি নিতে হবে। তিন সপ্তাহ ধরে দাবানলে জ্বলছে ওরেগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের বিস্তির্ণ এলাকা। দিনে দিনে তা ভয়াবহ হচ্ছে।
শনিবার ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সতর্ক করে বলেছেন, ভয়াবহ হুমনি হিসেবে জলবায়ু পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনের অস্তিত্বকে সংকটে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের বাস্তবতা সম্পর্কে উদাসীন হিসেবে অভিযুক্ত করে এর জন্য বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন তিনি।
আগামী সোমবার ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। দাবানলের জন্য তিনি দুর্বল বন ব্যবস্থাপনাকেই দায়ী করেছেন তিনি। কর্মকর্তারা বলছেন, নিউ জার্সি অঙ্গরাজ্যের সমান এলাকা এখন দাবানলে আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। আগামী দিনে আর বিস্তির্ণ এলাকায় তা ছড়িয়ে পড়বে বলে শঙ্কা।
দাবানলের কারণে মারাত্মক দূষিত হয়েছে ওরেগন রাজ্যের সবচেয়ে বড় শহর পোর্টল্যান্ড। বায়ুদূষণ নিয়ে কাজ করা আইকিউ এয়ারের দেয়া তথ্যে আরও জানানো হয়েছে, পোর্টল্যান্ড ছাড়াও দাবানলের কারণে বাতাসের মান ভয়াবহ রকমের খারাপ হয়েছে রাজ্যটির অপর দুই বড় শহর সান ফ্রান্সিসকো এবং সিয়াটলের।