বাংলাদেশ, , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

  প্রকাশ : ২০২৪-০৮-১৪ ১৩:৪৫:০১  

পরিস্থিতি২৪ডটকম : এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলে ও মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউর একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়, আসাদুজ্জামান খাঁন, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদ্দাসির খান এবং মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট বন্ধ থাক‌বে। কোনো ধরনের লেনদেন চলবে না।

জানা গেছে, প্রাথমিকভাবে আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্টরা। পরবর্তীতে প্রয়োজনে জব্দ রাখার সময় আরও বাড়তে পারে।

আসাদুজ্জামান খান বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। তিনি নবম জাতীয় সংসদে ঢাকা-১১ থেকে এবং দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। আসাদুজ্জামান খান ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

সুত্র : বাংলা নিউজ২৪ডটকম ।



ফেইসবুকে আমরা