বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শ্রীশ্রীঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গের আয়োজনে দিনব্যাপী ফ্রি দন্ত চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ

  প্রকাশ : ২০১৯-০৩-২৭ ১৮:৩০:৫৯  

পরিস্হিতি২৪ডটকম : শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্রের আবির্ভাব বর্ষ- স্মরণ মহোৎসব, চতু®প্রহরব্যাপী মহানামযজ্ঞ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গের আয়োজনে দিনব্যাপী ফ্রি দন্ত চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ গত ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার চট্টগ্রাম জেলাধীন আনোয়ারা থানার উত্তর বারশতে অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি শ্রী কনক চৌধুরী, সাধারণ সম্পাদক ডাঃ শ্রী রাজেশ্বর ধর বাসু, ও অর্থ সম্পাদক শ্রী অজয় চৌধুরীর আহবানে ও স্মৃতি ডেন্টাল কেয়ারের সৌজন্যে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ বাস্তবায়ন করেন বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি দন্ত চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি উদ্ভোধন করেন বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ সাজিব বড়ুয়া সাজু, সহ-সধারণ সম্পাদক ডাঃ নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ডাঃ হারুন-অর-রশিদ, সহ-অর্থ সম্পাদক ডাঃ কানু দাশ, সদস্য ডাঃ রাজেশ্বর ধর বাসু, এনফোর্ডস বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র মেডিক্যাল প্রমোশন অফিসার ডাঃ গৌরপদ দাশ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবতার মূর্ত প্রতীক শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্রের আর্বিভাব হয়েছিল মানুষে মানুষে সৌভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে। মানবসেবায় পরম ধর্ম। জাতি-ধর্ম ভেদাভেদ ভূলে মানবসেবায় ব্রত হলেই পরপারে মুক্তি সম্ভব। উক্ত অনুষ্ঠানে ৭০০ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা