পরিস্হিতি২৪ডটকম : শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার সংখ্যালঘু মুসলিম ভোটারদের বহন করা গাড়ি বহরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরুর স্বল্প সময় আগে এ হামলা চালানো হয়। পুলিশ একথা জানায়।
বাসে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও এক পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা রাস্তার ওপর টায়ারে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভোটার বহন করা শতাধিক বাসের ওই বহরে হামলা চালায়।
কলম্বোর প্রায় ২৪০ কিলোমিটার উত্তরের তান্তিরিমালের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘বন্দুকধারীরা গাড়ি বহর লক্ষ্য করে গুলি চালায় এবং ইট-পাথর ছুঁড়ে মারে। এতে কমপক্ষে দু’টি বাসে গুলি লাগে। তবে আমরা এ হামলায় হতাহতের কোন খবর পাইনি।’
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।