বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শেখ চান্দের পাড়া আলোকিত পরিষদের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও বার্ষিক অনুষ্টানে বক্তারা : শিক্ষা সব অন্ধকারের আলো তাই আগামী প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে

  প্রকাশ : ২০১৯-১০-২০ ১৯:৫৯:১৪  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ থানাধীন বরকল ইউনিয়নের পশ্চিম কানাইমাদরী গ্রামে সামাজিক সংগঠন শেখ চান্দের পাড়া আলোকিত পরিষদের উদ্যোগে “শিক্ষা সব অন্ধকারের আলো” এই স্লোগানে আসন্ন জে.এস.সি ও পি.ই.এস.ই পরীাকে সামনে রেখে গ্রামের স্কুল ও মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিবছরের ন্যায় এই বছরও শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা গত ১৮ অক্টোবর ২০১৯ইং শুক্রবার সকাল ১০টায় শেখ চান্দের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। গ্রামের শিক্ষকতা পেশায় জড়িত সকল শিক্ষকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে কিভাবে গ্রামে শিক্ষার প্রসার, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি এবং লেখাপড়ার মানোন্নয়ন করা যায় এটাই ছিল অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য। মোঃ শওকতুল ইসলাম, রিয়াদ মিজান ও ইরফান ছাদেকের যৌথ সঞ্চালনায় সকাল ১০টায় কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্টান শুরু হয়। সংগঠনের নির্বাহী পরিষদ সদস্য (স্থায়ী) রেজাউল করিমের সভাপতিত্বে এতে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের সাবেক শিক্ষক ও কানাইমাদরী আদর্শ সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছাদেক ও কানাইমাদরী আলহাজ্ব ড.অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মিন্টু কুমার দাশ, পঃ কাঃ সঃ প্রাঃ বিদ্যালয়ের সহঃ শিক্ষক আবু হানিফ ফারুকী, গ্রামের শিক্ষা পেশায় জড়িত-মাষ্টার ইকবাল, আবেদা খাতুন, তকির আহমদ, আনিসুল হক মিটু, সার্বিক সহযোগিতা করেন পরিষদের সদস্য আলহাজ্ব মাস্টার কাজী নূরুল আমিন, চৌঃ মুহাঃ আহসান হাবীব, মোঃ নাসিম উদ্দীন, মোঃ মহিউদ্দীন রাকেস, খোরশেদ আলম, কাইচার আলম, কাজী শাহেদ, মিজানুর রহমান, আতিক আনোয়ার, মোহাম্মদ মইনু, মোঃ রাসেল, জুনাইদ, জিহান, মো আসিফ, সাইমুন চৌঃ, ইফতু, পারভেজ জুয়েল, ইয়াসিন শাকিল, মেহেদি, কাজী কাইচার, কাজী ফয়সাল, বাবু, সাগর চৌঃ, আমানউল্লাহ সহ অনেকে অনুষ্টান শেষে তৃতীয়, চতুর্থ শ্রেণির প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে উপহার প্রদান এবং ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। সভাশেষে চৌধুরী মুহাম্মদ আহসান হাবীব ২২৬ জন সদস্য বিশিষ্ট পরিষদের ৩৬ জন সদস্যের অস্থায়ী কমিটি ভেঙ্গে দিয়ে মহিউদ্দীন রাকেছ’কে সভাপতি ও মোঃ শওকতুল ইসলামকে সাঃ সম্পাদক ঘোষণা করে তাদের নতুন কমিটি গঠন করার দ্বায়িত্ব দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সার্টিফিকেট অর্জনের চেয়ে জ্ঞান অর্জন শ্রেয় আর জ্ঞান অর্জনের চেয়ে মনুষ্যত্ব অর্জন শ্রেয়। শিক্ষা সব অন্ধকারের আলো তাই আগামী প্রজন্মকে সঠিক শিার আলোয় আলোকিত করে সম্পদে রুপান্তরিত করতে গ্রামের শিক্ষক, অভিবাবক সর্বোপরি গ্রামের সকল’কে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বক্তারা ছাত্র-ছাত্রীদের নৈতিক ও যুগোপযোগী শিক্ষার প্রতি জোর দেওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন দেশ ও জাতি গঠনে সামাজিক ঐক্য ও শিক্ষার বিকল্প নেই। সভায় সামাজিক ঐক্যের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক প্রভাব তুলে ধরেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা