বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিক্ষার উন্নয়নের মাধ্যমে আলোকিত সমাজ ও দেশ গঠন করতে হবে : মইন উদ্দিন খান বাদল এমপি

  প্রকাশ : ২০১৯-০৩-০২ ১৯:৩৩:৩৩  

হাজি মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মইন উদ্দিন খানবাদল : শিক্ষার উন্নয়নের মাধ্যমে আলোকিত সমাজ ও দেশ গঠন করতে হবে

পরিস্হিতি২৪ডটকম : আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশে শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গত এক দশকে শিক্ষার সর্বস্তরেই চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী সয়ং শিক্ষার উন্নয়নের জন্য অকান্ত পরিশ্রম করে চলেছেন। শিক্ষার এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত ও টেকসই, দেশকে বিশ্বের বুকে দিয়েছে পৃথক পরিচিতি। গত কয়েক বছরে বদলে গেছে শিক্ষাক্ষেত্রে, পাল্টে গেছে সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি। শেখ হাসিনার সরকারের সাফল্যের তালিকায় শীর্ষে নিঃসন্দেহে শিক্ষা ব্যবস্থা। তিনি আরো বলেছেন, চট্টগ্রামেও শিক্ষার অগ্রগতি ও উন্নতি লক্ষনীয়। চান্দগাঁও এলাকার ঐতিহ্যবাহী মরহুমা হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা একটি শিক্ষা উন্নয়ন সমাজ উন্নয়নের দর্পন। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে পুরো চান্দগাঁও তথা চট্টগ্রামের বিশাল অংশের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের অপূর্ব সুযোগ তারা দিয়ে যাচ্ছে। এই জন্য হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনকে আমি সাধুবাদ জানাই। একই সাথে এলাকায় মনোরম একটা জায়গা নির্বাচন করে মোস্তফা বেগম ফাউন্ডেশন লাইব্রেরী প্রতিষ্ঠা করলে আমি সর্বপ্রকার সাহায্যে করব। গতকাল ১ মার্চ শুক্রবার ২০১৯ বিকেলে নগরীর পুরাতন চান্দগাঁওস্থ চট্টগ্রাম নটরডেম স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের মরহুমা মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মইন উদ্দিন খান বাদল উপরোক্ত কথাগুলো বলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মুরাদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিঃ এর পরিচালক লায়ন আলহাজ্ব হাকিম আলী। বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস) এর চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের খ্যাতিমান আইনবিদ ব্যারিষ্টার এস এম কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারজানা নাসরিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, মুক্তিযোদ্ধা কবি মোহাম্মদ আবদুস সাত্তার, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, সিএইচআরসির সভাপতি বিশিষ্ট ইতিহাসবিদ সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, সরকারী ভূমি উন্নয়ন ব্যাংকের পরিচালক হামিদ হোসাইন, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, অধ্যক্ষ মুহাম্মদ ইউনুচ কুতুবী, নগর যুবলীগ নেতা আলাউদ্দিন চৌধুরী মোর্শেদ, ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ হুমায়ুন, আবদুর রাজ্জাক, ওবাইদুল হক মনি, ইন্জি:মোহাম্মদ ফেরদেীস ওয়াহিদ , সাংবাদিক এম.এ মান্নান। ফাউন্ডেশনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহাসচিব রাজীব দত্ত। এতে আরো উপস্থিত ছিলেন মনসুরুল হাসান জিয়া, ডাঃ মহিবুল আলম, উপাধ্যক্ষ আবুল কাশেম, শিক ভবতোষ সরকার, রহিম উদ্দিন, মৌ দত্ত, ওয়াহিদুল আলম, পারুল আকতার, মেরিন, পিংকি বড়ুয়া, জোবাইদা সুলতানা লাকী, সাবরিনা নাসরিন প্রমুখ। সভায় ১৬০০ ছাত্র-ছাত্রী থেকে উত্তীর্ণ ২৮০ জনকে বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রদান করা হয় এবং বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ সম্মানী প্রদান করা হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবদুল করিম।



ফেইসবুকে আমরা