বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছে ১৮১ কার্টন সিগারেট

  প্রকাশ : ২০২০-০১-০৬ ১৯:১৬:৩২  

পরিস্হিতি২৪ডটকম : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮১ কার্টন সিগারেট, ৩টি মোবাইল সেট ও একটি আইপ্যাড জব্দ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম পণ্যগুলো জব্দ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে আসা যাত্রী মো. কামাল উদ্দিনের লাগেজে ১৩২ কার্টন ইজি লাইট ও ৪৯ কার্টন ডানহিল ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। এ ছাড়া ৩টি মোবাইল ও একটি আইপ্যাডও পাওয়া যায় তার কাছে। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

কামাল উদ্দিনের বাড়ি রাউজান উপজেলায়। আটক পণ্যসামগ্রী কাস্টম আইন অনুযায়ী বিমানবন্দর কাস্টমস্ এর কাছে হস্তান্তর করেছে এনএসআই টিম।



ফেইসবুকে আমরা