বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১০ কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

  প্রকাশ : ২০২০-১২-১৬ ১৭:৪৪:০১  

পরিস্হিতি২৪ডটকম : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম। সোনার বারগুলোর ওজন প্রায় ১৫ কেজি।যার বাজার মূল্য প্রায় সাড়ে ১০ কোটি টাকা।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সোনার বারসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

কাস্টম হাউস সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার সকাল ১১টার দিকে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের সদস্যরা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আগত এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ইকে ৫৮৪ এর মাধ্যমে আসা যাত্রীর কাছ থেকে তার শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি সোনাবার পাওয়া যায়। যার মোট ওজন প্রায় ১৫ কেজি। আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম লুৎফর রহমান মুন্সী। বাড়ী ময়মনসিংহ জেলায়। বয়স আনুমানিক ৫৩।

কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মারুফ রহমান খান জানান, আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে।



ফেইসবুকে আমরা