পরিস্হিতি২৪ডটকম : ব্যাচভিত্তিক ফেইসবুক গ্রুপ এস এস সি ২০০২ এবং এইচ এস সি ২০০৪ বাংলাদেশ ‘সাইলেন্ট স্মাইল’ নামক ইভেন্টের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছে।
শারদীয় দূর্গোৎসবের মহাষষ্টীর দিনে এস এস সি ২০০২ এবং এইচ এস সি ২০০৪ বাংলাদেশ, চট্টগ্রামের রাউজান উপজেলায় অবস্থিত জগতপুর আশ্রম অনাথালয়ে গ্রুপের সদস্যদের সার্বিক সহযোগীতায় প্রায় ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশু কিশোরের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন, গ্রুপের এডমিন জীবনানন্দ দাশ,গ্রুপের সদস্য ফয়সাল অভি,জনি ঘোষ, ডাঃ সুকান্ত, আলী টিটু, লিটন দে, লিংকন জাহাঙ্গীর, হাসান আকবর,সঞ্জয় সরকার।বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্হিত সদস্যরা বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলাই এই ইভেন্টের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য যে,গত ঈদ উল ফিতর উপলক্ষে সারাদেশব্যাপী প্রায় আট হাজারের বেশি শিশুকে বস্ত্র বিতরণ করেছে।
প্রেস বিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।