পরিস্হিতি২৪ডটকম : যুক্তরাষ্ট্রের ক্যালেফর্নিয়ার তীরবর্তী অঞ্চলে একটি যাত্রীবাহী নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ নিহত হয়েছে। এছাড়া এতে নিখোঁজ রয়েছেন অনেকে। সোমবার রাত সাড়ে তিনটার দিকে সান্তা ক্রুজ আইল্যান্ডের কাছে ‘কনসেপশন’ নামের একটি নৌকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সেটি ডুবে যায়।
উদ্ধার কাজে নিয়োজিত দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির কোস্টগার্ড। এদের মধ্যে ৫ জনই নোকাটির ক্রু। নৌকাটিতে ৩৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।
লিফর্নিয়ার ভেনচুরের মুখপাত্র বিল নাশ সংবাদ সংস্থা সিএনএনকে জানিয়েছেন, নৌকাটি বড় ছিল। সেখানে অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তবে ঠিক কতজন মারা গেছেন সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সান্তা বারবারার কাউন্টি শেরিফ বিল ব্রাউন জানান, আগুন লাগার পর নৌকাটি পানির ১৮ মিটার গভীরে (৬০ ফুট) উল্টা হয়ে ডুবে আছে।
জানা যায়, শনিবার সকালে ৩৯ জন আরোহী নিয়ে কনসেপশন ক্যালিফোর্নিয়ার চ্যানেল দ্বীপপুঞ্জে (সান্তা ক্রুজ এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ) গিয়েছিল। তথ্য সূত্র: সিএনএন, লস অ্যাঞ্জেলস টাইমস