বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

মেজর সিনহা হত্যার জবানবন্দি দিতে আদালতে এসআই নন্দ দুলাল

  প্রকাশ : ২০২০-০৮-৩১ ১৫:০৮:১২  

পরিস্হিতি২৪ডটকম : মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় এবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন বরখাস্ত হওয়া এসআই নন্দ দুলাল রক্ষিত। তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে সোমবার ১৬৪ ধারায় তাকে জবানবন্দি দিতে আদালতে আনা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তাকে হাজির করা হয়েছে। বেলা ১১টা থেকে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শুরু হয়েছে। এর আগে রোববার (৩০ আগস্ট) দুপুরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার প্রধান আসামি পুলিশ পরিদর্শক লিয়াকত আলী।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গত শুক্রবার তৃতীয় দফায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, এএসআই নন্দদুলাল রক্ষিতের তৃতীয়বারের মতো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুরের আজ শেষ দিন।

গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

এ ঘটনায় আত্মসমর্পণের পর গত ৬ আগস্ট ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালসহ সাত পুলিশের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর সাত দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় ২৪ আগস্ট আরও সাত দিনের রিমান্ড চেয়েছিল র‍্যাব। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই চার দিন রিমান্ড শেষ হলে তদন্তের স্বার্থে তৃতীয় দফায় আরও চার দিনের আবেদন করা হলে গত শুক্রবার (২৮ আগস্ট) আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।



ফেইসবুকে আমরা