পরিস্হিতি২৪ডটকম : জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ ২০২০ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত এক কোটি গাছের চারা রোপণ অংশ হিসেবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন সবুজ বিপ্লবকে সফল ও অক্সিজেন ভান্ডার সমৃদ্ধ করার লক্ষে মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয়’৭১ এর উদ্যোগে ও বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেব অদ্য ২৭ আগস্ট, ২০২০ আন্দরকিল্লাস্থ জেনারেল হাসপাতাল সবুজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিজয়’৭১ সভাপতি নাট্যজন সজল চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী। উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা. আর.কে রুবেল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ড. জিনবোধি ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ভানু রঞ্জন চক্রবর্ত্তী, বাদশা মিয়া, অমর কান্তি দত্ত, জাকির হোসেন চৌধুরী বাচ্চু, ডা. মুজিবুল হক চৌধুরী। এস.এম. জাবেদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষিকা নীলা বোস, আনিস আহমেদ খোকন, বেলাল হোসেন উদয়ন, সুমন বড়ুয়া, এস.এম. কামরুজ্জামান, ডা. মনির আজাদ, ডা. এস.কে পাল সুজন প্রমুখ। সভায় বক্তারা বলেন মনুষ্য জীবন প্রকৃতিকে নিয়ে আনন্দময় হয়ে উঠে। আজ আমরা জ্ঞাত ও অজ্ঞাত সারে প্রকৃতিকে হরণ ও নিধন করছি। এ কারণে পৃথিবীতে আজ মহামারী, ঝড়-ঝঞ্জা-বন্যা জলোচ্ছ্বাসে পৃথিবী বাসযোগ্যহীন হয়ে পড়ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমাদের প্রকৃতিকে বাঁচাতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের মাতৃভূমির পাশাপাশি আগামী প্রজন্মকে রক্ষা করতে পারি। এতেই বঙ্গবন্ধুর সোনার বাংলা-সবুজে সুন্দরে রূপ পাবে।
প্রেস বিজ্ঞপ্তি