পরিস্হিতি২৪ডটকম : কক্সবাজারের টেকনাফে সাগর উপকূল দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া গমনের প্রস্তুতিকালে পৃথক অভিযানে ২৭জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। পরে তাদের নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টের হাবিলদার আবুল কালাম দুইজন পুরুষ, নয়জন নারী, দুইজন শিশুসহ ১৩ জন রোহিঙ্গাকে আটক করেন। তারা সাগর পথে মালয়েশিয়া যাচ্ছিলেন।
অপরদিকে মঙ্গলার রাত ৮টার দিকে একই বিওপির টহল দল কাটাবুনিয়া খালের মুখে অভিযান চালিয়ে একজন পুরুষ, সাতজন মহিলা ও ছয়জন শিশুসহ ১৪ জন বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেন। তারা নৌকার জন্য অপেক্ষা করছিলেন। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পরে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।