বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের উদ্যেগে মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষা কোর্সের উদ্ভোধন

  প্রকাশ : ২০২২-১১-২৬ ১৭:২৬:০৭  

পরিস্থিতি২৪ডটকম : সামাজিক সংগঠন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের উদ্যেগে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটাখালী ৯ নং ওয়ার্ডস্থ পূর্ব নয়া পাড়া জামে মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষা কোর্স উদ্ভোধন গতকাল ২৫ নভেম্বর-২০২২ ইংরেজী বাদ জুমা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইউছুপ জালালের সভাপতিত্বে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন,হযরত মাওলানা আব্দুল হক হক্কানি, মাওলানা মনুছুর আলম জমিরী,কুরআন শিক্ষা আসরের প্রশিক্ষক মাওলানা আব্দুল খালেক,সংগঠনের উপদেষ্টা সানাউল্লাহ মুহাম্মদ কাউসার,সদস্য রাশেদুল ইসলাম, আলী ওসমান,মামুনুর রশীদ ফাহিম, রুহুল আমিন প্রমুখ। এ সময়ে বক্তারা বলেন, সহীহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা নেওয়া ও কোরআনকে জানা মুসলমানদের অন্যতম একটি কাজ । বয়স্কদের অনেকে কোরআন পড়তে পারেনা বা আগে জানা থাকলেও কারনে অকারনে ভূলে গেছে। তাই কোরআনের ঐশিবাণী সকলের মাঝে ছড়িয়ে দিতে মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন এই উদ্যেগ হাতে নিয়েছে । বয়স্করা এতে অনায়াসে কোরআন শিক্ষা নিতে পারবে।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা