বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

মানবাধিকার প্রতিষ্ঠায় মানবিক দর্শন অনুশীলন প্রয়োজন : ড. অনুপম সেন

  প্রকাশ : ২০১৯-১২-১১ ১৫:৪৯:৪৪  

পরিস্হিতি২৪ডটকম : মঙ্গলবার (১০ই ডিসেম্বর) বিকেল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইন ও অধিকার সংস্থা’র উদ্যোগে সংগঠনের সভাপতি এড.উত্তম কুমার দত্ত সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিমান সমাজবিজ্ঞানী, দেশের বরেণ্য শিক্ষাবিদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সন্মানিত ভিসি প্রফেসর ড. অনুপম সেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক মাধব চন্দ্র দাশ(মাধব দীপ), এড.দিদারুল আলম চৌধুরী, কবি ও সাংবাদিক শুকলাল দাশ।

প্রধান অতিথির বক্তব্যে ড.অনুপম সেন বলেন, মানবাধিকার রক্ষায় আইনের শিক্ষার্থীদের সাংবাদিক, কবি, সাহিত্যিক ও দার্শনিকদের মানবিক চিন্তাগুলোকে কাজে লাগাতে হবে। মানবিকভাবে আইনের প্রয়োগ একজন আইনের শিক্ষার্থীর প্রধান লক্ষ্য হওয়া উচিৎ। তিনি যেন মানবিকভাবে আইন প্রয়োগ করেন। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় যদি সর্বতোভাবে এগিয়ে আসা যায় তবেই মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।

শিক্ষক মিন্টু কুমার দাশের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রোটারিয়ান জহির উদ্দিন মাহমুদ, রোটারিয়ান মৃনাল কান্তি দত্ত,এড.অনুপ আইচ টিটু,সাংবাদিক সৈয়দ শিবলী সাদিক কফিল, অলক রায়, সাংবাদিক সান্টু কুমার দাশ, সাংবাদিক আরিফ রায়হান, সাংবাদিক গোলাম সরওয়ার, অভিজিৎদাশ পুলক, সাংবাদিক রাজীব মজুমদার খোকন, আইন কলেজ ছাত্র লীগ নেত্রী সনজয়ীতা দত্ত পিংকী, আবদুর রহিম, হাজী ওমর আলী, রোটারিয়ান শরীফুর রহমান, রোটারিয়ান রেজাউল রহমান পারভেজ, মহানগর যুবলীগ নেতা শাহেদ হোসেন টিটু, রোটারিয়ান মো:শাহজাহান, রোটারিয়ান মো: হোসেন, নোবেল সিকদার তাপস, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শফিউল আজম জিফু,ছাত্রলীগ নেতা শাহারিয়ার মুনির জিসান,সাহেদুল ইসলাম টুটুল,জয়নাল আবেদীন,বেলাল, ইফতেখার,আবদুর রাজ্জাক প্রমুখ।

উল্লেখ্য, ড.অনুপম সেন দেশের প্রাচীনতম এই সংগঠনের আগামী ২০২০-২১ সনের জন্য দুই বছরের নির্বাচিত কার্যকরী কমিটির প্রধান উপদেষ্টা হওয়ার সদয় সম্মতি প্রকাশ করায় সংগঠনের পক্ষে সভাপতি এড.উত্তম কুমার দত্ত কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা