বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার সরকার ব্যাপক কাজ করে চলেছেন : এমপি জাফর আলম

  প্রকাশ : ২০১৯-১২-১৯ ২১:২০:৪৪  

পরিস্হিতি২৪ডটকম : চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলার ঐতিহাসিক জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া-পেকুয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বলেছেন, দেশে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যাপক কাজ করে চলেছেন। সারা দেশে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও যুগোপযোগী আধুনিক শিক্ষার মাধ্যমে হাতে কলমে ও প্রযুক্তিগত শিক্ষায় ছাত্র ছাত্রীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলছেন। সেক্ষেত্রে সরকারের পাশাপাশি শিক্ষক ও অবিভাবকের ভুমিকা রাখতে হবে। গতকাল জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠে নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ আলহাজ্ব হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ, পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব ইব্রাহিম খলিল, অধ্যাপক নঈম কাদের, মাদ্রাসার সুপার মাওলানা মোজাম্মেল হক, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মাস্টার রিদোয়ানুল ইসলাম, মাস্টার গিয়াস উদ্দিন বাবুল, মোছলেহ উদ্দিন কাদেরী, অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন ফারুক, হাসানুল আবেদীন চৌধুরী, অধ্যক্ষ মুজিবুর রহমান, নাছির উদ্দিন নোবেল, ফজলুল কাদের, মাস্টার আবদুল মান্নান প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা