পরিস্হিতি২৪ডটকম : মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আতুরার ডিপো হাসেম বাজার শাখার ব্যবস্থাপনায় গত ২০ ডিসেম্বর অস্থায়ী কার্যালয় খালেদা মাহমুদা ম্যানশনে মহান ১০ পৌষ ২৫ ডিসেম্বর বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ৯২ তম খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি ও এলাকার অসহায় দুস্থ, দরিদ্রদের মাঝে চাউল বিতরণ অনুষ্ঠান সংগঠনের আহবায়ক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা হারুন সওদাগর, মোহাম্মদ ওমর ফারুখ, গাজী এরশাদুল আলম, মনসুর আলী, ইব্রাহিম হোসেন রুবেল, রায়হান কবির চৌধুরী, মোঃ পারভেজ, সাহেদুল ইসলাম, পারভেজ মানিক, শওকত আলী রিফাত, শফিকুর রহমান সুমন, সাদ ইবনে আলম, সৈয়দ পিয়ারুল ইসলাম, নুরুল হাসনাত, সাদ্দাম হোসেন, সুমন, অসংখ্য আশেক ভক্ত উপস্থিত ছিলেন। সভায় মিলাদ পরিচালনা করেন নুরুল হাসনাত মোনাজাত পরিচালনা করেন গাজী এরশাদুল আলম, সভা শেষে সামা মাহফিল পরিবেবশন করে মনসুর আলী।
প্রেস বিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।