বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

মাইজভান্ডারী একাডেমি আয়োজিত “যুগপূর্তি ও শিশু-কিশোর সমাবেশ”অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-০১-১২ ১৯:০১:৫৯  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, ত্বরিকায়ে মাইজভান্ডারীয়ার প্রতিষ্ঠাতা গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)’র ১১৩তম উরস উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্টের উদ্যোগে ১০দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় মাইজভান্ডারী একাডেমি আয়োজিত “যুগপূর্তি ও শিশু-কিশোর সমাবেশ”২০১৯ এর প্রতিযোগীতা নগরীরর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১১ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায়ক্বিরাত, হাম্দ ও নাত, মাইজভান্ডারী সংগীত, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা ও চিত্রাঙ্কন বিষয়ে দুই সহস্রাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক আজাদীর সহকারী সম্পাদক ও বিশিষ্ট শিশু সাহিত্যিক রাশেদ রউফ। মাইজভান্ডারী একাডেমির সভাপতি চবি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন ও প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান এর সঞ্চালনায়অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর সাবেক সভাপতি অধ্যাপক এ ওয়াই এম জাফর, মাইজভান্ডারী একাডেমির সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ তরিকুল আলম, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এম মাকসুদুর রহমান হাসনু, নুরুল করিম নুরু, আশরাফুজ্জামান আশরাফ, আবুল মনসুর, আশরাফ উদ্দিন সিদ্দিকী, মেজবাহ উদ্দিন, মো. মোরশেদুল করিম চৌধুরী, লায়ন ডা: বরুণ কুমার আচার্য্য, এইচ আর মেহেবুব জিকু ও বিচারকের দায়িত্ব ছিলেন, ফারুক তাহের, মো. মোজাহেদুল ইসলাম, আয়েশা হক শিমু, শ্রাবনী দাশ গুপ্তা, অঞ্চল চৌধুরী, সেজুতি দে, শ^াসত্বী তালুকদার, সুভাগত চৌধুরী, আলা উদ্দিন তাহের, সুতপা চৌধুরী, পাপনী ভট্টাচার্য্য, লিজা চক্রবর্তী, সৈয়দ মো. হোসেন, আবদুল্লাহ আল হান্নান, সুলতানা মোতাব্বিন, আব্দুর রশিদ খান, টিনা, লিজা আফরোজ, জিকে দত্ত, কাজী বখতেয়ার উদ্দিন, ইলমা বিনতে বখতেয়ার, শাহাজাহান খান, নাজমুল হাসান জুনুন, হাসান জাহাঙ্গীর, সুব্রত দাশ, উত্তম কুমার বড়ুয়া, এস এম মুর্শিদ উল আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরগণ আমাদের ভবিষৎ র্নিমাণ করবে। আগামী দিনে তারাই আমাদের বাতিঘর হিসাবে পথ দেখাবে। তাই শিক্ষা জীবন থেকেই তাদেরকে সৎ ও যোগ্য, মানবিক, বিনয়ী ও উদার প্রবণ হিসাবে গড়ে তুলতে হবে। মাইজভান্ডারী আধ্যাত্মিক মহাত্ব্যদের দয়া মহানুভবতা ও উদারতা শিক্ষা প্রজন্মের মাঝে তুলে ধরতে পারলে তারা অবশ্যই আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠতে পারবে।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা