বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

মাইজভাণ্ডারী একাডেমির অনুষ্ঠানে বক্তারা : বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মাইজভাণ্ডারী ত্বরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

  প্রকাশ : ২০২০-০১-২০ ২০:১৪:৪১  

পরিস্হিতি২৪ডটকম : উপমহাদেশের অধ্যাত্ম সাধক ও বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)’র ১১৪তম বার্ষিক উরস শরিফ উদযাপনের অংশ হিসেবে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’ পরিচালিত ‘মাইজভাণ্ডারী একাডেমি’র ব্যবস্থাপনায় ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন ২০২০’ অনুষ্ঠিত হয়। আজ ২০ জানুয়ারি ২০২০ খ্রি সোমবার বিকাল ৫ ঘটিকায় জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে মাইজভাণ্ডারী একাডেমির সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীনের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোরশেদুল হক, ইউ এস টি সির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, পঞ্চাননধামের অধ্যক্ষ অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরী, মেট্রোপলিটন আর্চবিশপ মজেস এম কস্তা সি এস সি। এসময় আলোচনাকালে বক্তারা বলেন, আমাদের বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি এবং সহাবস্থানের যে দৃষ্টান্ত পৃথিবীর বুকে স্থাপন করেছে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলনের মাধ্যমে তা আরো সুগভীর প্রীতিময়তার রূপ নেবে। আমরা পরস্পরকে সবসময় জানব আন্তরিকভাবে সুখে-দুঃখে। পরস্পরের সহমর্মী হিসেবে এগিয়ে যাব মানবিক ধারণায়। বাংলাদেশে আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকল ধর্মের অনেক মনিষীগণ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তৎমধ্যে বার আউলয়ার পূণ্যভূমি চট্টগ্রামের ক্ষণজন্মা মহান অধ্যাত্ম সাধক পুরুষ গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) অন্যতম। যিনি আজীবন মানবতাবাদী অসম্প্রদায়িক চেতনা লালন করেছেন। তাঁর বার্ষিক উরস শরিফে এমন আয়োজন তারই প্রমান দেয়। ‘তাজকিয়া’র সভাপতি আরেফিন রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এস জেড এইচ এম ট্রাস্ট সচিব অধ্যাপক এ. ওয়াই. এম জাফর, মাইজভাণ্ডারী একাডেমির সচিব ড. সৈয়দ আবদুল ওয়াজেদ, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, বীরমুক্তিযোদ্ধা এস.এ মোহাম্মদ আলী, মোঃ শাহনেওয়াজ হোসেন চৌধুরী, সৈয়দ মুহাম্মদ শরফ উদ্দীন রাসেল প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা