বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

মহান বিজয় দিবসে বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

  প্রকাশ : ২০১৯-১২-১৬ ২১:০৮:৪২  

পরিস্হিতি২৪ডটকম : মহান বিজয় দিবস উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের আয়োজনে আজ ১৬ ডিসেম্বর সোমবার সকাল ৯.২০ ঘটিকায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি সম্মাননা জানানো হয়। পরে সকাল ১০.৩০ ঘটিকায় বিজয় দিবসের আলোচনা সভা নগরীর কদম মোবারকস্থ সংগঠনের কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি ডা. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রাথমিক দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির সাবেক সভাপতি ডা. শ্যামল দাশগুপ্ত, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক ডা. মোহাম্মদ বেলাল হোসেন উদয়ন, সাবেক অর্থ সম্পাদক ডা. হারুন-অর-রশীদ, সহ-সাধারণ সম্পাদক ডা. নাছির উদ্দিন, রোটারিয়ান ডা. মনির আজাদ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডা. কানু দাশ, ডা. কে এম আবু জাফর, ডা. তড়িৎ কান্তি দাশ, ডা. বিপিন কান্তি নাথ, ডা. উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ। আলোচনা সভায় প্রধান আলোচক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ নয় মাস রক্তয়ী লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। আমরা আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করছি সেইসব শহীদদের যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। সেই সাথে স্মরণ করছি সেইসব বীরসেনানীদের যাঁরা শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। সবার ঐকান্তিক প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হোক, মহান বিজয় দিবসে এই প্রত্যাশা রাখি।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা