পরিস্হিতি২৪ডটকম : স্বাধীনতা আমাদের অহংকার। ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যে কোন মূল্যে রক্ষা করতে হবে। ভুলে গেলে চলবে না স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞানচর্চা করতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা এই প্রজন্মের জন্য অপরিহার্য। শহীদের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে চান্দগাঁও থানাধীন সানোয়ারা আবাসিক এলাকা আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মুরাদ, বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ফারজানা নাসরিন, শিক্ষক ভবতোষ সরকার, মেরিন, রহিম উদ্দিন, ওয়াহিদুল ইসলাম, গণমাধ্যমকর্মী সমীরন পাল, বিদ্যালয়ের শিক্ষক দুর্জয় বড়ুয়া, জোবায়দা, পারুল আকতার, রুজি আকতার, পলি দেবী, পিংকি বড়ুয়া, কানিজ আকতার, রাজিব দত্ত প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি