বাংলাদেশ, , রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪

মরমী গবেষক ডা. বরুণ কুমার আচার্য নজরুল স্মারক সম্মানে ভূষিত

  প্রকাশ : ২০২২-১০-২৯ ১৬:৩২:০০  

পরিস্থিতি২৪ডটকম : চট্টগ্রামের মরমী গবেষক লায়ন ডা. বরুণ কুমার আচার্য ‘বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন’ অনুষ্ঠানে ‘চেতনায় চর্চায় নজরুল’ কর্তৃক মাইজভান্ডারীর উপরে গবেষণায় বিশেষ অবদানের জন্য কবি নজরুল সম্মাননা স্মারকের ভূষিত হলেন। তিনি চট্টগ্রামে দেড় যুগের অধিক সময় ধরে লেখালেখির গবেষণার সাথে জড়িত। তাঁর বিভিন্ন গবেষণাধর্মী কলাম স্থানীয় জাতীয় পত্রিকায় প্রকাশ হয়ে আসছিল। তিনি ফটিকছড়ির সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে ইতিমধ্যে চট্টগ্রামে জনশ্রুতি লাভ করেছেন। লেখালেখি ছাড়াও লায়ন ডা. বরুণ কুমার আচার্য মাইজভান্ডারী একাডেমির সাবেক সহপ্রচার সম্পাদক, বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক, পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ফটিকছড়ি শাখার সাবেক সহসভাপতি, বাগীশিক ফটিকছড়ি সংসদের উপদেষ্টা, বাগীশিক উত্তর জেলা সংসদের সহসভাপতি, ফরহাদাবাদ একাডেমির সহসভাপতি, পাইন্দং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, লর্ড লাইফ বুদ্ধের আজীবন সদস্য, হারুন ভান্ডার ওরশ এন্তেজামিয়া কমিটির প্রচার সম্পাদক, সাংবাদিক লেখালেখি ফোরামের সহসভাপতি, গাউছিয়া হক ভান্ডারী খানকাহ শরীফ বিবিরহাট শাখার প্রচার সম্পাদকসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা