পরিস্হিতি২৪ডটকম : স্বাধীনতার মূল্যবোধ জাগ্রত ও গণতন্ত্র চর্চার মাধ্যমে বর্তমান প্রজন্মকে দেশপ্রেমের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্বাধীনতার মূল্যবোধ বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে পারলে প্রজন্ম আদর্শবান ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তখন দেশ আরো সমৃদ্ধ ও শক্তিশালী হবে। বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের কথাগুলো সর্বক্ষেত্রে তুলে ধরা আমাদের দায়িত্ব। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে প্রজন্মকে চেতনায় একাত্তর-এ ধাবিত করতে হবে। শুদ্ধ সাংস্কৃতিক চর্চায় নিবেদিত এমএম মন্তেসসরি কালচারাল স্কুলের প্রারম্ভিক অনুষ্ঠান ও স্বাধীনতা দিবসের আলোচনা, কবিতা পাঠের অনুষ্ঠান বক্তারা উপরোক্ত কথাগুলো বলেছেন। ২৮ মার্চ বিকেলে নগরীর একটি রেস্তোরাঁয় এমএম মন্তেসসরি কালচারাল স্কুলের প্রতিষ্ঠাতা ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও লেখক বাবু দুলাল কান্তি বড়ুয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শ্রম আদালতের সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, কবি এম এ সাত্তার। পরিবেশবিদ ও গণমাধ্যমকর্মী এ কে এম আবু ইউসুফের সঞ্চালনায় এই সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক মুক্তিযোদ্ধা সিদ্দিকুল ইসলাম, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহিম, বিজয়’৭১-এর সাধারণ সম্পাদক ডা. জামাল উদ্দিন, এমএম মন্তেসসরি কালচারাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ কুতুবী, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক জীতেন্দ্রলাল বড়ুয়া, মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারী, প্রকৌশলী সৌমেন বড়ুয়া, কবি নাছির বিন ইব্রাহিম, সাংবাদিক তৌহিদুর রহমান, প্রাবন্ধিক এস এম ওসমান, কবি-প্রকৌশলী সঞ্চয়ন দাশ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ বাদশা মিয়া, লিটন বড়ুয়া, অনুতোষ দত্ত বাবু প্রমুখ। সভার শুরুতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় দুজন বীর মুক্তিযোদ্ধা এম এ সাত্তার, সিদ্দিকুল ইসলাম ও ক্রীড়াবিদ বাবু দুলাল কান্তি বড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।