বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

মণিপুরি নৃত্যর শতবর্ষপূর্তিতে কমলগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  প্রকাশ : ২০১৯-১২-১৪ ১৬:২৭:০২  

পরিস্হিতি২৪ডটকম : মণিপুরি নৃত্যের প্রসার ও বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য অবদানকে স্মরণ করার জন্য মৌলভীবাজার কমলগঞ্জের বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের দুদিন ব্যাপী শান্তিনিকেতনে মণিপুরি নৃত্য প্রবর্তনের শতবর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার সকালে রাজশাহী ষড়ং আট গ্রুপের সহযোগিতায় কমলগঞ্জের তিলকপুর এলাকার দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার অর্জনকারী শিশুদের হাতে সদনপত্র ও ক্রেষ্ট তুলে দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক নারগিস পারভিন সোমা। বাংলাদেশ মনিপুরি মুসলিম ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুল গুফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষক লক্ষীমোহন সিংহ, মনিপুরি আদিবাসী ফোরামের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা সুজিতা সিনহা, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়, যুব কল্যান সমিতির সাবেক সভাপতি নিখিল কুমার সিংহ, সাংবাদিক শাহিন আহমেদ, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি প্রনীতরঞ্জন দেবনাথ, মণিপুরি যুবকল্যাণ সমিতি সাবেক সভাপতি নিখিল কুমার সিংহ। বক্তব্য রাখেন, শান্তিনিকেতনে মণিপুরি নৃত্য প্রবর্তনের শতবর্ষপূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক সমরজিত সিংহের, সদস্য সচিব এল ব্রজ গোপাল সিংহ।

তিনটি বিভাগে মোট ২০০ জন শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। ক বিভাগের প্রথম হয়েছে রানীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র শান্ত কর, দ্বিতীয় তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একই শ্রেনীর ছাত্র সবাবচা নংলৈ মোইরাং ও তৃতীয় হয়েছে গোবদ্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একই শ্রেনীর ছাত্র শ্রেষ্ঠ সিংহ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা