বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ভয়াবহ অগ্নিকান্ডে রাঙ্গামাটিতে পুড়েছে শতাধিক বসতঘর

  প্রকাশ : ২০১৯-০৭-০৩ ১২:৪৪:২০  

পরিস্হিতি২৪ডটকম : রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারের ঢাকাইয়াটিলাতে মঙ্গলবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান, ২টি ফার্নিচার কারখানাসহ শতাধিক বসতঘর পুড়ে গেছে। স্থানীয়রা ধারণা করছে বসত ঘরের চুলা থেকে আগুন লাগতে পারে।

এলাকাবাসী জানায়, রাত পৌনে একটার সময় মানুষ যখন গভীর ঘুমে অচেতন ঠিক তখনই আগুন লাগে। স্থানীয় লোকজনের চিৎকারে মানুষ দিক-বেদিক ছোটাছুটি করতে শুরু করে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী, সেনাবাহিনী, দিঘীনালা ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মিরাজ হায়দার চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত উপস্থিত থেকে স্থানীয়দের সহযোগিতা করেন।



ফেইসবুকে আমরা