পরিস্হিতি২৪ডটকম : ভূজপুর কেন্দ্রীয় সার্বজনীন জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরের ১০ম গীতাযজ্ঞের প্রস্তুতি সভা গত ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার দুপুর ১২ ঘটিকার সময় মন্দিরের উপদেষ্টা সাবেক ৫নং হারুয়ালছড়ির সচিব অনিল সেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভা সঞ্চালনা করেন গীতা মন্দিরের সভাপতি রনজিত কুমার শীল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শংকর মঠ মিশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কেশব কুমার চৌধুরী। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্দিরের সহ-সভাপতি বিশিষ্ট কবিয়াল প্রকাশ কান্তি আচার্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশব কুমার দে। প্রধান অতিথি বলেন, একটি ধর্মগ্রন্থ যাহা ছাড়া হিন্দু ধর্ম কল্পনা করা যায় না তাই গীতার আলোর মাধ্যমে সবাইকে জাগ্রত করতে হবে। এই বিশ্ব শক্তি গীতা যজ্ঞের মাধ্যমে যেন বিশ্বে শান্তি ছড়িয়ে দেয়। মন্দিরের উন্নয়নের জন্য পরামর্শ প্রদানে সবার সহযোগিতা কামনা করা হয়। সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি প্রকাশ শীল, বীরমুক্তিযোদ্ধা বাবুল দে, ডাঃ হরিপদ দে, ডাঃ বিকাশ কুমার শীল, যীশু চন্দ্র দে, রাজীব দে, ডাঃ নির্মল চন্দ্র দে, হৃদয় ত্রিপুরা, অনিল ত্রিপুরা, প্রভাত শীল, সনজিত, কাজল, অতশী, রনি শীল, অজিত দে, ভূমি দাতা চিত্র রঞ্জন শীল, ননী, সুনিল, অনিল, ডাঃ সুলাল শীল প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি