পরিস্হিতি২৪ডটকম : ভারতের সিয়াচেনে তুষারধ্বসে দুইজন ভারতীয় সেনার মৃত্যু ঘটেছে। তুষারধ্বসের সময় ওই দুইজন সেনা সিয়াচেন হিমবাহের ১৮০০ ফুট উঁচুতে টহল দিচ্ছিলেন। শনিবার সকালে হিমবাহে তুষারধ্বসের ঘটনাটি ঘটেছে। খবর ইন্ডিয়া টুডে’র।
ঘটনার পর পরই একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের উদ্ধার তৎপরতায় তুষারের নিচে চাপা পড়া ওই দুইজন সেনা সদস্যকে দ্রুত খুঁজে বের করা সম্ভব হয়। এরপর তুষারের নিচ থেকে টেনে তোলার সঙ্গে সঙ্গেই একটি হেলিকপ্টারে করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকদের প্রায় সব ধরনের চেষ্টা পরও হতভাগা ওই দুই সেনা সদস্যকে বাঁচানো সম্ভব হয় নি। তুষারের নিচে দমবন্ধ হয়ে আগেই তারা মারা গিয়েছিলেন।
এর আগে ১৮ নভেম্বর একইরকম আরেকটি হিমবাহ ধ্বসের ঘটনায় সিয়াচেনে চারজন সেনা ও দুইজন সাধারণ নাগরিক মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।