বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ভারতের বন্যায় ৮০ জনের মৃত্যু

  প্রকাশ : ২০১৯-০৯-২৯ ১৭:০৬:৫৫  

পরিস্হিতি২৪ডটকম : ভারতের উত্তর প্রদেশ ও বিহারে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ৮০ জন মারা গেছে। এছাড়া হাজার হাজার লোক ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। দেশটির কর্মকর্তারা রবিবার এই তথ্য জানান।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশ ও বিহারের বিভিন্ন অঞ্চলে শনিবার বন্যায় ৩৩ জনের প্রাণহানির খবর মিলেছে। এর আগে বৃহস্পতি ও শুক্রবার ৪৭ জনের প্রাণহানি ঘটে।

গত চার দিন থেকে ভারি বৃষ্টিপাতে রাজ্যের দুটি নদীর পানি উপচে এ বন্যা দেখা দিয়েছে। চলতি সপ্তাহে উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে দেশটির আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া দেশটির বিহার প্রদেশেও ভারি বৃষ্টিপাতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

ভারি বৃষ্টিপাতের কারণে লখনৌ, আমেথি, হারদৌ ছাড়াও বিভিন্ন জেলায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বন্যাকবলিত এলাকাগুলোতে সহায়তা দিতে ও যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

দেশটির উদ্ধার কর্মীরা জানান, ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে আগামী ৪৮ ঘণ্টায় আরো বৃষ্টির পূর্বাভাস থাকায় আমরা হাজার হাজার লোককে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছি।



ফেইসবুকে আমরা