বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী স্মরণানুষ্ঠানে কবিগুরুর অমর সঙ্গীত “তুমি রবে নীরবে হৃদয়ে মম”

  প্রকাশ : ২০২০-০৯-১৯ ২০:০৫:০০  

পরিস্হিতি২৪ডটকম : ভারতের সাবেক প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর মহাপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মহাপ্রয়াণে বিশ্বের নন্দিত নেত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশে একদিন শোক প্রকাশের মাধ্যমে এ নেতার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের সকলে গভীর শ্রদ্ধা জানান। চট্টল ইয়ূথ কয়ারের উদ্যোগে এ মহান নেতাকে শ্রদ্ধা জানাতে প্রধানকেন্দ্র চট্টগ্রাম কয়েজিয়েট স্কুলে ১৯ সেপ্টেম্বর হতে ৩ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপী শিশুচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রণব মুখার্জী সম্পর্কে জানতে এ প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ খুব বেশি করে মনে পড়ছে কবিগুরুর অমর সঙ্গীতের দুটি লাইন “তুমি রবে নীরবে, হৃদয়ে মম”। প্রণব মুখার্জী নেই, অথচ তিনি আমাদের হৃদয়জুড়ে রয়েছে। ১৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটি প্রধানকেন্দ্র চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে প্রণব মুখার্জী স্মরণে পক্ষকালব্যাপী শিশুচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক সংগঠক জসিম উদ্দিন আহমেদ চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠান সংগঠক ছবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পক্ষকালব্যাপী স্মরণ অনুষ্ঠানের সদস্য সচিব লায়ন সুজিত দাশ অপু। কয়ার মহাসচিব অরুন চন্দ্র বণিক বলেন, পক্ষকালব্যাপী চিত্র প্রদর্শনীতে শিশু কিশোরেরা অংশগ্রহণ করতে পারবে আঁকা চিত্র নিয়ে। প্রধানকেন্দ্রে আসলে আমরা সব ব্যবস্থা করব এবং প্রতিদিন আমাদের শোক বইয়ে সই করা যাবে। সভাপতির বক্তব্যে ছবির আহমেদ বলেন, প্রণব মুখার্জী একজন আদর্শ শিক্ষক ছিলেন। তাঁর কর্মকাণ্ড স্মরণযোগ্য। তিনি একজন কিংবদন্তি নেতা। অনুষ্ঠানের অন্যদের মধ্যে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা যদুগোপাল বৈষ্ণব, কয়ার বন্ধু সুজিত চৌধুরী মিন্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া, কণ্ঠশিল্পী সমীরণ পাল, হানিফুল ইসলাম চৌধুরী, শিক্ষক মোহাম্মদ আব্বাছ মিয়া, নৃত্যশিল্পী মোহাম্মদ হোসেন, কণ্ঠশিল্পী শিউলি আক্তার, মুক্তিযোদ্ধা সন্তান নার্গিস ফাতেমা, কবিয়াল হরিপদ দেয়ারী। আগামীকাল বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রধানকেন্দ্র কলেজিয়েট স্কুলে চিত্র প্রদর্শনী খোলা থাকবে এবং সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হবে।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা