পরিস্হিতি২৪ডটকম : জ্ঞান উৎকর্ষে নিবেদিত উদ্যোগ ইলমুন নূর চট্টগ্রামের ব্যবস্থাপনায় বোয়ালখালীতে ৫ম বারের মতো আয়োজিত হয় সুলতান মাস্টার স্মরণে ইলমুন নূর বৃত্তি’১৯ পরীক্ষা। এতে বিভিন্ন স্কুলের ৪র্থ শ্রেণীর ২১৯ জন শিক্ষার্থী বিনা ফি-তে অংশ গ্রহণ করে। তন্মধ্যে ট্যালেন্ট, জেনারেল ও স্যাটিসফ্যাকটরি গ্রেডে মোট ৩৬ জনকে বৃত্তি প্রদান করা হয় । সম্প্রতি বৃত্তি প্রাপ্তদেরকে তাদের গর্বিত শিক্ষকদের মাধ্যমে প্রতিটি স্কুলে ইলমুন নূর এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এই কর্মসূচি সমন্বয় করেন মোঃ ইদ্রিস মিয়া, অন্যান্যের মধ্যে ছিলেন বৃত্তি পরিকল্পক মোঃ জাফরুল হাসান, সম্পাদক ইশতিয়াক আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক নাসিমা আরা, সহযোগী শাকিলা পারভীন, ওমর ফারুক, রিফাত সিদ্দিকী ও আহবায়ক ইমতিয়াজ আহমদ। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বেঙ্গুরাস্থ সুলতান মাস্টার ফোরামের উপদেষ্টা শিক্ষাবিদ ফরিদ আহমদ চৌধুরী ও ব্যাংকার জাফর আহমদ চৌধুরী।
প্রেস বিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।