বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বিশ্ব নবী মুহাম্মদ (স.) এর জীবনাদর্শ মানব জাতির জন্য রহমত স্বরূপ

  প্রকাশ : ২০২০-০২-০২ ২০:০৬:২৬  

পরিস্হিতি২৪ডটকম : ১ ফেব্রুয়ারী বিশ্বজাহানে স্মরনীয় দিন। এই দিনে মহান আল্লাহর প্রিয়নবী, সর্বকালের শ্রেষ্ট ও আখেরী নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) নবুওয়াত লাভ (আত্মপ্রকাশ) করেন। এই দিবসটি আরবিতে ২৭ রমজান, সোমবার। ইংরেজী বর্ষে ১ ফেব্রুয়ারী ৬১০ খ্রিষ্টাব্দ। (তথ্য সুত্র : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)। বিশ্ব নবী (সা.) এর নবুয়্যত প্রাপ্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, নবী করিম (সা.) ছিলেন মানব জাতির জন্য রহমত স্বরুপ। তাঁর উপর নাজিল হয় আসমানী কিতাব আল কোরানুল করিম। শান্তির পক্ষে তিনি পবিত্র ইসলাম ধর্মে মানুষকে আহবান করেছেন। মহানবী (সা.) এর আর্দশ ই সেরা ও উত্তম। কোরান শরীফ ও হাদিস শরীফ আমাদের জীবন ও আখেরাতের ঠিকানা। মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুক। ১ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ একটি রেস্তোরায় বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতি আয়োজিত বিশ্ব নবীর নবুয়্যত লাভ দিবস উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন। সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ ইউনুচ কুতুবীর সঞ্চালনায় এসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জাতীয় দরগাহ মাজার সংস্কার সংরক্ষণ কমিটির চেয়ারম্যান মাওলানা রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুর হোসেন, পরিবেশ সংগঠক ও সাংবাদিক এ.কে.এম. আবু ইউসুফ, মোঃ নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, মোঃ জামশেদ, অধ্যাপক দিদারুল আলম, মোহাম্মদ হারুন, মাওলানা আবুল কাশেম, মাওলানা নুরুল আলম, মাওলানা তৌহিদুল আলম আলকাদেরী, মাওলানা রিদুয়ানুল ইসলাম প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা