বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বিপিডিএ এর টেলিমেডিসিন ইউজার সনদ বিতরণ অনুষ্ঠিত

  প্রকাশ : ২০২৪-০৬-২২ ১৪:১৩:৩৬  

পরিস্থিতি২৪ডটকম : বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) এর ডেন্টাল বিভাগের প্রশিক্ষনপ্রাপ্ত চিকিৎসকদের মাঝে টেলিমেডিসিন ইউজার সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল (২১ জুন শুক্রবার) সকাল দশটায় নগরের চান্দগাঁও থানা সংলগ্ন চান্দগাঁও ডেন্টাল কেয়ারে বিপিডিএ মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিপিডিএ কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম প্রাথমিক দন্ত চিকিৎসক সমবায় সমিতির সভাপতি বিপিডিএ মো. জামাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের আহ্বায়ক, দৈনিক ভোরের আওয়াজের চট্টগ্রাম বিভাগীয় প্রধান স ম জিয়াউর রহমান। এ সময় বক্তারা বলেন, দিন দিন চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়ন হচ্ছে। আধুনিক চিকিৎসা পদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি টেলিমেডিসিন ইউজার চিকিৎসা। তারা আরও বলেন, বিশ্ব এখন বিজ্ঞানের বদৌলতে বদলে গিয়েছে। বদলে যাওয়া বিশ্বের আধুনিক চিকিৎসা পদ্ধতি টেলিমেডিসিন ইউজার চিকিৎসা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিপিডিএ ইমরান হোসেন, বিপিডিএ সুশান্ত কুমার নাথ, বিপিডিএ রুপন কান্তি নাথ, বিপিডিএ উজ্জ্বল চক্রবর্তী, বিপিডিএ মোহাম্মদ সোহেল মানিক, বিপিডিএ মোহাম্মদ জুনায়েদ, বিপিডিএ নুর মোহাম্মদ, বিপিডিএ কৃষ্ণা প্রভা দেবী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও প্রধান আলোচক প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে টেলিমেডিসিন ইউজার সনদ বিতরণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা