বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র মতবিনিময় সভায় পীরজাদা শহীদুল হারুন :
পরিবেশের ভয়াবহ বিপর্যয় ঘটতেছে মানুষের আচরণ ও অবহেলার কারণে
পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র মতবিনিময় সভা নগরীর সার্কিট হাউসে গতকাল ৩০ নভেম্বর ২০১৯ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। বাপউস এর চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভয়াবহ বিপর্যয় ঘটতেছে মানুষের কারণে। সৃষ্টির সেরা জীব মানুষ হলেও মানুষের আচরণ ও অবহেলার কারণে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে তার চারপাশের পরিবেশ। সেই সাথে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বাংলাদেশে পরিবেশের অবক্ষয় ও দূষণ একটি বড় সমস্যা। উপর্যুপরি বন্যা, খরা ও ঘূর্ণিঝড়, জলোচ্ছাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু ও আবহাওয়ার অস্থিরতাসহ অন্যান্য পরিবেশগত সমস্যা এখন মানুষের নিত্যসঙ্গী। এসবের মূলে মানুষের কর্মকাণ্ডই প্রধানত দায়ী। যথেচ্ছ বৃক্ষ নিধন, অধিক জনসংখ্যা, দারিদ্র্য, যানবাহনের কালোধোঁয়া, জোরালো শব্দের হর্ণ, আবাসিক এলাকায় শিল্প কারখানা ও ইটভাটার অবস্থান, ইত্যাদি পরিবেশকে দূষিত করছে। সভাপতির বক্তব্যে বাপউস এর চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ বলেন, পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আর শিল্পবর্জ্যরে কারণেও শহরে বায়ু দূষণ বাড়ছে ক্রমাগত। শিল্পাঞ্চলের আশপাশে বসবাসকারী জনগোষ্ঠী মারাত্মক সব রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু নেই সুনির্দিষ্ট উদ্যোগ এবং অভিজ্ঞতা যা কাজে লাগিয়ে বাস্তবায়ন করা যায় বসবাসযোগ্য পরিবেশ। জাতীয়ভাবে পরিবেশ রক্ষার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত এবং সচেতন হওয়া উচিত। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার হোসেন আকাশ, ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান মিটু, প্রাবন্ধিক, কলামিষ্ট ও মরমী গবেষক লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, মোহাম্মদ সোহেল রানা, অনুতোষ দত্ত বাবু, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুরেশ দাশ, ডাঃ মিলন বারিকদার, অসীম সাহা, মহিবুল আলম প্রমূখ।