পরিস্হিতি২৪ডটকম/(রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি): বান্দরবানে সনাতনী সম্প্রদায়ের অন্যতম শ্রী শ্রী রাম ঠাকুরের ১৫৯ তম আবির্ভাব স্মরন উৎসব নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে । ১৬ ফেব্রুয়ারি শনিবার রামঠাকুরের আর্বিভাব উপলক্ষে দিন ব্যাপী রাম ঠাকুর সেবক সংঘের উদ্যোগে হাফেজ ঘোনা মন্দির প্রাঙ্গনে এই স্মরন উৎসব পালন করা হয় । আবির্ভাব উৎসব উদ্যাপন কমিটির সভাপতি উজ¦ল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উৎসব উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক সুপাল দাশ ,অর্থ সম্পাদক নোবেল দাশ সহ আরো অনেকে। শনিবার সকালে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয় এর পর ঠাকুরের চিএপঠ স্থাপন, প্রান প্রতিষ্ঠা ,গীর্তা পাঠ,ধমীয় সঙ্গীত পরিবেশন, আনন্দ বাজারে মহা প্রসাদ বিতরন সহ চলে নানা ধর্মীয় অনুষ্ঠান ।
এদিকে শ্রী শ্রী রাম ঠাকুরের ১৫৯ তম আর্বিভাব উৎসব উপলক্ষে উৎসবস্থলে জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে সনাতনী ভক্তদের আগমন ঘটে । সন্ধ্যায় গুরুপূজা ভোগারতির মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবের সমাপ্তি হবে ।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।