পরিস্হিতি২৪ডটকম/রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
১০ জানুয়ারি শুক্রবার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা অাওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বে বান্দরবান জেলা অাওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এই সময় আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাস সহ আরো অনেকে ।
পরে আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় সকল নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন এই সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের জীবন উৎসর্গ করে দেশের সকল মানুষের জন্য মুক্ত এক স্বাধীন দেশ উপহার দিয়েছেন যার অবদান আমরা বাঙালি জাতি কোনদিনও ভুলতে পারবো না ।
এই মুক্ত দেশে আজ তারই স্বীকৃতিস্বরূপ এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে। বাঙালি জাতি শ্রদ্ধাভরে বঙ্গবন্ধুকে অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছে এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মাধ্যমে।
দেশ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সকলের সম্মিলিত চেষ্টা অব্যাহত থাকবে বাংলাদেশ একদিন বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে সুনাম অর্জন করবে এটাই সকলের আশা।
তাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মাধ্যমে অঙ্গীকারবদ্ধ হয়ে দেশকে ভালোবেসে দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান অতিথিরা।