বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদের ১ম বর্ষপূর্তির ধর্মসভায় বক্তারা : ভব সমুদ্র দিতে পারি, আসুন সবে গীতা পড়ি

  প্রকাশ : ২০১৯-১২-২৯ ২০:০০:৫৭  

পরিস্হিতি২৪ডটকম : “শ্রী শ্রী গীতার আলো ঘরে ঘরে জ্বালো, ভব সমুদ্র দিতে পারি আসুন সবে গীতা পড়ি” এই বাণীকে সামনে রেখে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পাইন্দং ইউনিয়ন সংসদের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ধর্মসভা পাইন্দং কেন্দ্রীয় কালী মন্দিরে গত ২৭ ডিসেম্বর ২০১৯ সংগঠনের সভাপতি মাস্টার লাভলু দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি ডাঃ সুব্রত চৌধুরী। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সহ-সভাপতি সুভাশীষ চৌধুরী। আলোকিত অতিথি ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক মাস্টার শিবু কুমার দাশ। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি জন্মাষ্টমী পরিষদের সভাপতি রনজিত কুমার চৌধুরী। আলোকিত বক্তা হিসেবে ছিলেন বাগীশিক ফটিকছড়ি সংসদের সাধারণ সম্পাদক রূপক দে। ফটিকছড়ি সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই। বিশেষ অতিথি ছিলেন ভূজপুর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি পণ্ডিত লিংকন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সমাজসেবক রনজিত কুমার শীল, বাগীশিক ফটিকছড়ি সংসদের উপদেষ্টা ডাঃ বিশ্বনাথ দে, বাগীশিক ফটিকছড়ি সংসদের নির্বাহী সদস্য মাস্টার নিটন কান্তি দে, ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ভজন চন্দ্র নাথ, কালাবাবা আশ্রম পরিচালনা পর্ষদের সহ-সাধারণ সম্পাদক বাদল কান্তি সূত্রধর, সাংগঠনিক স¤পাদক মিলন কান্তি নাথ, বিশিষ্ট সংগঠক রূপন কান্তি নাথ, বীরমুক্তিযোদ্ধা তপন কুমার রাহা, বিশিষ্ট চিকিৎসক ডাঃ দুলাল কান্তি দে, বিশিষ্ট সংগঠক সুনীল দে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, সাংবাদিক সমীর কান্তি দাশ। এতে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য, সহ-সভাপতি কৃষ্ণ বণিক, অর্থ সম্পাদক সজীব দে, সদস্য বিজয় আচার্য, রূপন ভৌমিক, রানা শীল, টিকলু পাল, বিকাশ দাশ, নয়ন যে, বিধান দে, প্রসনজিত শীল, নেপাল দাশ, টিটু সূত্রধর, কৃপাঞ্জন আচার্য, রতন দাশ, সোনারাম আচার্য, মানিক বড়ুয়া, লালন আচার্য প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা