বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বাইনজুরীতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠান

  প্রকাশ : ২০১৯-১০-২২ ১৭:৪৩:৩৩  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশের বরমা ইউনিয়নের বাইনজুরীস্থ সংগীত বিদ্যাপীঠের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহীকবি কাজী নজরুল ইসলাম জয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গত শুক্রবার পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, নৃত্য, সংগীতানুষ্ঠান ইত্যাদি।
বাইনজুরী সংগীত বিদ্যাপীঠের অধ্যক্ষ ওস্তাদ হারাধন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও শিল্পী কাবেরী চৌধুরী পিন্টু।
বাইনজুরী সংগীত বিদ্যাপীঠের তবলা প্রশিক সুবল কুমার দেব ও উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষক প্রীতি শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশ নেন সুবল দেব, প্রীতি শীল, জুয়েল শীল, কান্তম দাশ, নীশা ধর, তৃষ্ণা ধর, মমতা ভট্টাচার্য্য, অন্তরা দেব, শ্রাবন্তী চক্রবর্তী, রেশমী দাশ, তনুশ্রী চৌধুরী, পায়েল নন্দী প্রমুখ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে যাদু প্রদর্শনী, একক অভিনয়, নৃত্য, সংগীত ইত্যাদি পরিবেশিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা