পরিস্হিতি২৪ডটকম : ১৬ আগস্ট শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় চান্দগাঁও থানাধীন উত্তর মোহরায় বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ও বাপউস’র উপদেষ্টা ব্যারিস্টার এস এম কফিল উদ্দিন। সংগঠনের আগামীর লক্ষ্যে উদ্দেশ্য ও করণীয় বিষয়ক মূল পরিকল্পনা উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি(বাপউস)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। সভায় বক্তব্য রাখেন বাপউস’র পরিচালক সুরেশ দাশ, ডা. মিলন বারিকদার। এতে আরো উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ মুজিবুল হক, ছাত্রলীগ নেতা শাহেদ আমিন, ফরহাদ, হাসান, নজরুল ইসলাম, অনুতোষ দত্ত বাবু, জুয়েল ধর, শহীদ উল্লাহ, প্রবীর বড়ুয়া, মৌলভী আনোয়ার প্রমুখ। ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর মতবিনিময় সভায় বক্তারা বলেন, তথাকথিত শিল্প উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে সৃষ্ট কলকারখানাগুলোর বর্জ্য দূষণ করছে কর্ণফুলী নদী ও হালদা নদীকে। যার কারণে বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য, ধ্বংস হচ্ছে পরিবেশ। অধিকাংশ কারখানায় ইটিপি ব্যবস্থা স্থাপন করা হয়নি এবং কোন কোন কারখানাকে ইটিপি থাকলেও তা চালু রাখে না। যা মারাত্মক অপরাধ। কিন্তু মুনাফালোভী কারখানা মালিকরা অনেকটা ইচ্ছা করেই ইটিপি চালু না রেখে সরাসরি বর্জ্য নদীতে ঢেলে দিয়ে পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আর যত্রতত্র অনুমোদনহীন ইটভাটা স্থাপনের ফলে এর সৃষ্ট ধোঁয়া ধ্বংস করছে সবুজায়নকে। এর বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে এগিয়ে এসে পরিবেশকে রক্ষা করতে হবে। না হয় আগামী প্রজন্মের জন্য আমরা বাসযোগ্য নগরী রেখে যেতে পারব না।
প্রেস বিজ্ঞপ্তি