বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটির আয়োজনে ভয়াল ২৯ এপ্রিল স্মরণে আলোচনা সভায় বক্তারা : প্রকৃতির বৈরি আচরণ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবেলায় যথেষ্ট সচেতন হতে হবে

  প্রকাশ : ২০১৯-০৪-২৯ ১৯:২৬:০৪  

পরিস্হিতি২৪ডটকম : আর নয় পরিবেশ ধ্বংস আসুন সচেতন হই, এই প্রতিপাদ্য নিয়ে আজ ২৯ এপ্রিল সোমবার ১৯৯১ সালের ভয়াল ২৯ এপ্রিল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র আয়োজনে নগরীর কাশফুল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ, কে, এম, আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলামিয়া নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রাবন্ধিক নুর মোহাম্মদ রানা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন। সাংবাদিক সোহেল তাজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাছির বিন ইব্রাহিম, সাংবাদিক তৌহিদুল ইসলাম, অনুতোষ দত্ত বাবু। এতে উপস্থিত ছিলেন ডাঃ মুহিবুল আলম, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, সোমেন দাশ, আবরার হোসেন, মোহিত পাল, স্বপ্না পাল, নিঝুম দাশ প্রমূখ। সভায় বক্তারা বলেন, প্রকৃতির বৈরি আচরণ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবেলায় যথেষ্ট সচেতন হতে হবে। এছাড়া মানব সৃষ্ট বিপদের মুখোমুখি আমরা নিজেরাই হচ্ছি প্রতিনিয়ত। নিজেরা ধ্বংস করছি সবুজ বনাঞ্চল, কেটে উজাড় করছি গাছ-গাছালি। আর অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে ভয়াবহ পরিবেশ দূষণের শিকার হয়ে বিপর্যস্ত হচ্ছে আমাদের প্রকৃতি। আলোচনা সভা শেষে ২৯ এপ্রিল নিহতদের স্মরণে দোয়া ও মুনাজাত করা হয়।



ফেইসবুকে আমরা