পরিস্হিতি২৪ডটকম : বর্ণাঢ্য অায়োজনে স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী, মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বজলুর করিম ও অাফরোজা নিপুর সঞ্চালনায়
কবি ও সংগঠক মাহমুদুল হাসান নিজামীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয়। বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারক বিচারপতি এস এম মুজিবুর রহমান।অনুষ্ঠানে প্রধান অালোচক হিসেবে অালোচনা করেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ অতিথি ছিলেন কবি ও ছড়াকার অাসাদ বিন হাফিজ, মোসলেহুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ও সংগঠক অামিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় অনুষ্ঠানে বক্তরা বলেন স্বপ্ননীল পরিবার সাহিত্যাঙ্গনে বেশ সুনামের সাথে ভুমিকা পালন করে যাচ্ছে। অনলাইন ও অফলাইনে তরুণ সাহিত্যিক দের লেখালেখিতে বেশ সহযোগিতা করে যাচ্ছে। এসময়ে এরকমের সংগঠনের প্রয়োজন খুব বেশী। এমন একটি সংগঠন দাঁড় করানোর জন্য প্রতিষ্ঠাতা পরিচালক কবি জিয়াউদ্দিন জেইনকে ধন্যবাদ জানায় অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মুজিবুর রহমান বলেন অামি সবসময় কবি ও সাহিত্যিকদের সম্মান করি। রাষ্ট্রপতিও সম্মান করে, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কবিদের বেশ সম্মান করতেন। কবিদের প্রয়োজন অামাদের চেয়ে কম নয়। কবিরা সততা ও মনবতার প্রতীক। কবিরা অামাদের চেয়েও উত্তম। এসময় তিনি এমন একটি অনুষ্ঠানে উনাকে অামন্ত্রণ করায় স্বপ্ননীলের প্রতি কৃতজ্ঞতা সহিত ধন্যবাদ জানান দেয়।অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন কবি ও শিশুসাহিত্যিক রাথীন্দ্রজিৎ হিরু,কবি এ কে এম কবির উদ্দীন, কবি ফিরোজ আহমেদ, কবি মরিয়ম শ্রাবণী, কবি সজীম শাইন, কবি ও গল্পকার খোবাইব হামদান, কবি রফিক মোহাম্মদ সহ প্রমুখ।অনুষ্ঠানের শেষের দিকে অতিথিদের হাতে গুণীজনদের সম্মাননা পুরষ্কার তোলে দেয়া হয়।সর্বশেষ কবিতা অাবৃত্তি ও গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পর্দা নামে।
প্রেস বিজ্ঞপ্তি