পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশের বরমা ইসলামিয়া দাখিল মাদরাসায় জাতীয় শোক দিবস ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিল আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, হামদ- না’ত, বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক রচনা-কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, তাবারুক বিতরণ ইত্যাদি।
মাদরাসার তত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন মাদরাসা ব্যবস্থপনা কমিটি (এমএমসি)’র প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবু তৈয়ব, সাবেক শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, এমএমসি’র অভিভাবক সদস্য মাওলানা আব্দুল মালেক ও খলিলুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা নুরুল হক, শিক্ষক মাওলানা রাশেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক জসিম উদ্দিন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাদরাসার তত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ আবুল বশর।
প্রেস বিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।