বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছাসিত ছাত্র-ছাত্রীরা :মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ

  প্রকাশ : ২০২৪-০১-০২ ১১:০৯:৩৫  

পরিস্থিতি২৪ডটকম : বই উৎসব পালন করেছেন মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়। ১ জানুয়ারী দুপুর ১২টায় বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিছ’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবুল কালাম’র সঞ্চালনায় বই উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ষ্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শিক্ষা ক্ষেত্রে অনেক অগ্রগতিতে দেশের মানুষ সুফল পাচ্ছে। আজ সারা দেশে বই উৎসব চলছে। ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। একটি জ্ঞান নির্ভর বিজ্ঞান মনষ্ক শুদ্ব জাতি গঠন তথা ষ্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, এই বিদ্যালয়ের উন্নয়নে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিশকাতুল মমতাজ মুমু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, শিক্ষক সুকুমার দাশ, পল্লব কুমার দাশ, চম্পা মুৎসুদ্দী, সায়েস্তা বেগম, শহিদুল আলম, তনু সরকার প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা