পরিস্হিতি২৪ডটকম : অজ্ঞাত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। চলতি বছরে এটিই দেশটির প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, উত্তর পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। এটি পূর্ব সাগর হিসাবেও পরিচিত।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলেছে, এগুলো স্বল্প দূরত্বের ব্যালিস্টিক মিসাইল বলে ধারণা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ঘোষণা করেছিলো যে, করোনা ভাইরাসের কারণে তাদের বার্ষিক সামরিক মহড়া স্থগিত করা হয়েছে।
সিউলের এভা ইউনিভার্সিটির অধ্যাপক লেইফ এরিক ইজলি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের মহড়া স্থগিত করে যে মানবিক সহায়তা করেছে, তার জন্য কিম সরকার কোনো শুভেচ্ছাও জানায়নি।
অথচ বছরের শুরুতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর তারা পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করেছে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।