পরিস্হিতি২৪ডটকম : বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বরগুনার এফবি জাকারিয়া নামে মাছ ধরার একটি ট্রলার ১৭ জন জেলেসহ ডুবে গেছে। এ ঘটনায় ১৬ জেলে নিখোঁজ হলেও ৭ ঘণ্টা পর এক জেলেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) ভোর ৩টার দিকে পাথরঘাটা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পূর্বলালবয়া এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটির মালিক পাথরঘাটা উপজেলার তাফালবাড়ী গ্রামের আনোয়ার হোসেন।
উদ্ধার হওয়া জেলে নোয়াখালী জেলার মো. ওমর আলীর ছেলে মাহমুদ। নিখোঁজদের বাড়ি নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছেন ট্রলারের মালিক। বাকি নিখোঁজদের নাম জানা যায়নি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের উদ্ধারে একটি ট্রলার রওনা হয়েছে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।