বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বই না পড়লে মানুষের ভেতরকার সুকুমার বৃত্তিগুলো বিকশিত হতে পারে না : অভিনেতা এ টি এম শামসুজ্জামান

  প্রকাশ : ২০১৯-০৩-১৮ ১৭:৪৬:৫৫  

পরিস্হিতি২৪ডটকম : যে জাতি যত বেশি বই পড়ে, সে জাতি তত বেশি শিক্ষিত ও সংস্কৃতিবান হয়। সবার জানা আছে যে, সাহিত্যচর্চা এক নির্মল আনন্দ। সাহিত্য চর্চা না করলে মানুষ আনন্দ থেকে বঞ্চিত থাকে। বই না পড়লে মানুষের ভেতরকার সুমুকার বৃত্তিগুলো বিকশিত হতে পারে না। মানবিকতার প্রতিষ্ঠান রুদ্ধ হয়ে যায়। হজরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের বইগুলো সময়-উপযোগী ও বাস্তবসম্মত। এই গুলো পড়লে সুস্থ সংস্কৃতিচর্চা, আধ্যাত্মিক চর্চা ছাড়াও পরকালের নাজাতের পথ দেখাতে সুগম হবে। নগরীর জেলা পরিষদ মিলনায়তনে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার পক্ষ থেকে সৌজন্য সাক্ষাতকালে বিশিষ্ট মিডিয়াব্যক্তিত্ব অভিনেতা এটিএম শামসুজ্জামান উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় হজরত জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবনী শরিফ, ট্রাস্ট কর্তৃক প্রকাশিত এক সেট বই ও প্রসপেক্টাস, জাকাত ফান্ডের প্রসপেক্টর, আধ্যাত্মিক পরিক্রম-২, সুফিসাধকের জীবনগাথা তাসাউফের মর্মকথা বইগুলো সংগঠনের প থেকে এটিএম শামসুজ্জামানকে উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, সাধারণ সম্পাদক রুবেল শীল, সহ-সাংগঠনিক সম্পাদক ঝুমুর সর্দার, দপ্তর সম্পাদক নীলু দাশ, সহ-দপ্তর সম্পাদক অমর শর্মা, উপদেষ্টা দেবাশীষ বসু মল্লিক, সহ-সভাপতি শিপ্রা বসু মল্লিক, অর্চনা রানী আচার্য প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা