বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ফুলছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি

  প্রকাশ : ২০১৯-০৯-২১ ১৮:৫৫:১২  

পরিস্হিতি২৪ডটকম/(গাইবান্ধা প্রতিনিধি): সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড ও প্রধান শিক্ষকদের দশম গ্রেড সহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ফুলছড়ি উপজেলা শাখা।

সূত্রে জানা যায় , গতকাল ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফুলছড়ি উপজেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ফুলছড়ি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এস.এম ইব্রাহিম আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক আবুল হোসেন সিকদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ফুলছড়ি উপজেলা শাখার সাধারণ সস্পাদক আয়নাল হক, সাংগঠনিক সস্পাদক সবুজ পাঠান, প্রধান শিক্ষক স্বপ্না বেগম, শিরিন আক্তার, লডলিচ সুলতানা, রঞ্জু আহমেদ, সহকারী শিক্ষক রোস্তম আলী প্রমূখ। এরপর শিক্ষক নেতারা তাদের দাবি সম্বলিত করে একটি স্মারকলিপি ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণ করেন।



ফেইসবুকে আমরা