পরিস্হিতি২৪ডটকম : প্রাচীন ঐতিহ্যের শহর হেভরনের একটি রাস্তার নাম বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন সরকার।
শনিবার আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী রিয়াদ মালকি। এসময় রাস্তার নাম ফলক উন্মেচন করতে শেখ হাসিনাকে ফিলিস্তিন সফরের আমন্ত্রণ জানান জানিয়েছেন তিনি।
পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। একইসময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও সাংবাদিকদের ব্রিফ করেন।
পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, তারা(ফিলিস্তিন সরকার) জানিয়েছে যে হেভরনে একটা রাস্তা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তারা নামকরণ করবে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানানো হয়েছে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।