পরিস্হিতি২৪ডটকম : ফটিকছড়ি উপজেলা পূজা উদ্যাপন পরিষদের কার্যকরী কমিটির এক মতবিনিময় সভা গত ২৯ নভেম্বর সকাল ১০টায় সেবাখোলা ফটিকছড়ি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে সংগঠনের সভাপতি মাস্টার রতন কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক কেন্দ্রীয় দূর্গা মন্দির নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ডিসেম্বরে বিজয়াপুনর্মিলনী উপলক্ষ্যে কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত হয়। পূজা পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী মাসিক চাঁদা প্রদানের সিদ্ধান্তও গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীল। এতে বক্তব্য রাখেন শিমুল ধর, মাস্টার প্রদীপ দে, প্রিয় রঞ্জন ভট্টাচার্য্য, ডা. প্রতাপ রায়, এড. মিহির দে, জেলা পরিষদ সুজন দাশ, লায়ন ডা. বরুন কুমার আচার্য বলাই, ভজন নাথ, কুসুম দে, সনাতনী ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি সুজিত চক্রবর্ত্তী, সাগর দে, সুরঞ্জন দে, মধুমিতা খাস্তগীর, ধনঞ্জয় নাথ, বাচ্চু ঘোষ, রজত পাল, এস.আই সুমন, কল্লোল দাশ, অঞ্জন দে, পলাশ নাথ, কাঞ্চন শীল, ভুবন দাশ, সুব্রত দাশ, সৌরভ পাল, রাজীব কুমার নাথ, যীশু কৃষ্ণ দে, ছোটন নাথ, প্লেটো দে, সবুজ দাশ, কাঞ্চন কুমার শীল ও বাবু শীল, পন্ডিত তরুন কুমার আচার্য কৃষ্ণ, অর্চনা রানী আচার্য প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি