পরিস্হিতি২৪ডটকম : আগামী বছর থেকে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে মুজিববর্ষ। সেখানে থাকবে খেলাধুলার নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এ উপলক্ষে মঙ্গলবার এক দিনের সফরে ঢাকায় এসেছে ক্লাবটির একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে আছেন- ফুটবল পরিচালক অ্যালান জন ডসন, সফর ও প্রীতি ম্যাচ আয়োজক কমিটির পরিচালক ক্রিস্টোফার লরেন্স কোম্যান এবং দুই কর্মকর্তা ফিলিপ ম্যালকম স্মিথ ও ম্যাথু চার্লস জোনস।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র জানায়, আগামী বছরের মার্চ থেকে জুন মাসের মধ্যে ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে ইংলিশ ক্লাবটির। তাদের প্রতিপক্ষ কে হবে, কাদের বিপক্ষে ম্যানইউ ম্যাচ খেলবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রতিপক্ষ দল হিসেবে জুভেন্টাস ও প্যারিস সেন্ট জার্মেইয়ের নাম শুনা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।