বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে পাকিস্তানেও

  প্রকাশ : ২০২০-০৩-০১ ১৯:১৬:০২  

পরিস্হিতি২৪ডটকম : প্রাণঘাতী করোনাভাইরাসে পাকিস্তানে আরো দুই জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা চার জনে দাঁড়ালো।

শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা বলেন, করোনায় আক্রান্ত একজন করাচির এবং আরেকজন ইসলামাবাদের বাসিন্দা।

তিনি আরো বলেন, করোনা আক্রান্ত পাকিস্তানে প্রথম দুই রোগী এখন সুস্থের পথে এবং তাদের শিগগিরই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।

এছাড়া করোনা নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

গত বুধবার দেশটিতে প্রথম দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয় বলে নিশ্চিত করে। এদের দুইজনেই ইরানে ভ্রমণ করে বলে দেশটি জানায়।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এই ভাইরাসে চীনে প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন প্রায় ২হাজার ৮শ’ ৭০জন। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয় ।



ফেইসবুকে আমরা